ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

টেকনাফে অপহৃত বনের ১৮ শ্রমিককে উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনের কাজে নিয়োজিত ১৮ জন শ্রমিককে উদ্ধার করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। 

অভিযানে স্থানীয় জনতার সহায়তায় বনরক্ষী, পুলিশ, র‌্যাব, এপিবিএন সদস্যরা অংশ নেন। 

উদ্ধার হওয়া ব্যক্তিরা গত সোমবার সকালে পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে অপহরণের শিকার হন। অপরদিকে মঙ্গলবার ভোরে অপহৃত অপর ৯ জনের সন্ধানে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। 

বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, মঙ্গলবার বিকালে তাদের উদ্ধার করা হয়েছে। রাতে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ভুক্তভোগী পরিবারগুলোকে ফোন দেন বলে তিনি জেনেছেন। 

অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে ভুক্তভোগী পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ অপহরণের ঘটনায় টেকনাফ উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই মঙ্গলবার সকালে টেকনাফের হোয়াইক্ষ্যং-শামলাপুর সড়কে সড়ক অবরোধ করে আরও ৮ কৃষকে অস্ত্রের মুখে অপহরণের খবর পাওয়া গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি