ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, পাল্টা মিছিল ছাত্রদলের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:২১, ৪ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

হঠাৎ নিষিদ্ধ ঘষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রলীগের ব্যানারে নেতাকর্মীরা। এর প্রতিবাদে পাল্টা মিছিল বের করে জেলা ছাত্রদল।

শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে মিছিলটি করে। 

এসময় ছাত্রলীগের জন্মদিনের শুভেচ্ছা, শেখ হাসিনা ফিরবে দেশে ও সাবেক গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর মুক্তির স্লোগান দেয় মিছিলকারীরা।  

এর প্রতিবাদে পাল্টা মিছিল বের করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। রাত ১১টার দিকে জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়। 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি