ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ নিয়ে ভীতিকর তথ্য দিয়েছিল কিন্তু এসে আমি মুগ্ধ: পর্তুগিজ নারী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ৭ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১১:১৪, ৭ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বের ইতিহাস ও ঐতিহ্য স্বচক্ষে উপভোগ করার স্বপ্ন নিয়ে বাইসাইকেল চালিয়ে ভারত ভ্রমণ শেষে বাংলাদেশে এসেছেন পর্তুগালের ২৮ বছর বয়সী নারী মারা আলেকজান্ডার পারদোসা মারটুইস।

রোববার বিকালে তিনি ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্টে পা রাখেন। 

এসময় বাংলাদেশ ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাদের সঙ্গে সেলফি তোলার মুহূর্তগুলো স্মৃতিময় হয়ে উঠে।

বাংলাদেশি মানুষের আতিথেয়তায় অভিভূত হয়ে মারা আলেকজান্ডার বলেন, বাংলাদেশ সম্পর্কে অনেকেই আমাকে ভীতিকর তথ্য দিয়েছিল, কিন্তু সাহস নিয়ে আমি এখানে এসেছি। আর এখানকার মানুষের আতিথেয়তা সত্যিই মুগ্ধকর। আমি এ স্মৃতি আজীবন মনে রাখব।

ছোটবেলা থেকেই ভ্রমণ ও ছবি আঁকার প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল মারার। সেই নেশা তাকে সাহস জুগিয়েছে বিশ্ব ভ্রমণে। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি তিনি বাইসাইকেলে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ইতোমধ্যে তিনি ৪৭টি দেশ ঘুরেছেন।

মারা আরও বলেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য বিশ্বব্যাপী প্রসিদ্ধ। এখানকার মানুষ এত অতিথিপরায়ণ হবে তা কল্পনাও করিনি।

ভারত থেকে বাইসাইকেলে ভ্রমণ করে বাংলাদেশের মাটিতে পা রাখা একক নারী হিসেবে মারার এই সাহসিকতা স্থানীয় মানুষদেরও অবাক করেছে। একক নারী ভ্রমণকারীর এমন অনুপ্রেরণামূলক গল্প বাংলাদেশের প্রতি বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য মারা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন। তার মতে, বাংলাদেশের আতিথেয়তা ও মানুষের ভালোবাসা তাকে নতুন প্রেরণা জোগাবে বিশ্ব ভ্রমণ শেষ করতে। 

এই বিদেশি নারী বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য হতে পারেন একটি অনন্য অনুপ্রেরণা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি