ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট  

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৩, ১২ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শহরের হর্কাস মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় বাসিন্দা জামাল হোসেন বিশাদ জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বোঝা যাচ্ছে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়দের ভাষ্যমতে এর সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।    

হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের পাঁচটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে চৌমুহনী থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সেন্টি ইয়াছিন মোল্লা।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরবর্তীতে চৌমুহনী ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। এখনও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে নাই। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি