ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমের দ্বন্দ্বে গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ১৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে গার্মেন্টসের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতে নিহত সৈকতের বাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে। এ ঘটনায় আটক আমিনুরের বাড়ি বগুড়ায়।

পুলিশ জানায়,  রোজিনা নামে এক নারীর সাথে নিহত সৈকত একই কারখানায় চাকরি করতো। বগুড়া থেকে চাকরির সন্ধানে এসে রোজিনার সাথে ৬-৭ মাস আগে তার পরিচয় হয়।  পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। 

সৈকত-রোজিনার প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে গেল রাতে কারখানা থেকে ভাড়া বাড়িতে ফেরার সময় সৈকতকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আমিনুল। 

পরে স্থানীয়রা সৈকতকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন মণ্ডল জানান, ঘটনার পরপরই  পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ঘাতক আমিনুরকে আটক করে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি