ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, যৌথবাহিনী মোতায়েন

কিশোরগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৪৪, ১৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ভুল ইনজেকশন পুস করায় মল্লিক (৩২) জহিরুল ইসলাম (২২) নামে দুই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে হাসপাতাল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে যৌথবাহিনী।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিস রঞ্জন সরকার। 

তিনি জানান, সার্জারী ওয়ার্ডের নার্স অপারেশন পূর্ববর্তী রোগীকে ভুলক্রমে এন্টিবায়োটিক ইনজেকশনের পরিবর্তে অ্যানেসথেসিয়া পুস করায় আধাঘন্টার মধ্যে দুজনের মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে।

সার্জারি বিভাগের প্রফেসর ডা. অজয় কুমার সরকারকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হারনিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে জ্ঞান হারিয়ে তারা মারা যান।

এদিকে, এ ঘটনায় হাসপাতালে আহাজারি ও ভাংচুর চালায় স্বজনরা। বহির্বিভাগসহ বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। 

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের। 

হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে, এখনো উত্তপ্ত হয়ে আছে পুরো এলাকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি