ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় নসিমন উল্টে চালকসহ ২ জনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২০, ১৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত দুইটায় মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখ এর ছেলে রোকন উদ্দিন (৬০) ও খুলনার দাকপ উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)। 

জানা যায়, খুলনার লাউডোপ থেকে ধান কেটে নসিমনযোগে মোংলার সোনাইলতলা গ্রামের বাড়ীতে আসছিল কৃষকরা। পথিমধ্যে চাপড়া এলাকায় সড়কের ওপর রাখা পাথরের সাথে ধাক্কা লেগে নসিমনটি উল্টে যায়। এতে ড্রাইভারসহ ঘটনস্থলেই দুজনের মৃত্যু হয়। 

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ২ জনকে খুলনা এবং অপরজনকে মোংলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বুলেট সেন বলেন, ভোরে আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজন মৃত এবং তিনজন বেশ আহত ছিলেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। একজনকে হাসপালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি