ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে: বদিউল আলম

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৯, ১৮ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:৪১, ১৮ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্টরা ফিরে এসে সংসদে যেন আসন নিতে না পারে তাই রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার দুপুরে কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

ড. বদিউল আলম মজুমদার বলেন, যে দুর্বৃত্তরা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে,  যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন কোন রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে। কোন রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে। 

সেমিনারে কার্যপত্র প্রণয়ন উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য, হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীব মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 

সেমিনারে আরও বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট হাইকোর্টের প্রবীন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহা পরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কারিগরি মতামত প্রদান করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহ সভাপতি এ্যাড কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এ্যাড. মোতালেব হোসেন মজুমদার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি