ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমিকার বাড়িতে বিষ হাতে প্রবাসী যুবকের অনশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১৯ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৩:২১, ১৯ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষ হাতে অনশনে মরিশাস প্রবাসী এক তরুণ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি শুক্রবার (১৭ জানুয়ারি) বরিশালের আগৈলঝাড়ায় বড় বাশাইল গ্রামে ঘটে। যদিও দীর্ঘ আট ঘন্টা অনশনের পরে স্থানীয় ইউপি মেম্বারসহ দুই পরিবারের সম্মতিক্রমে ছেলেকে জোর করে বাড়ি পাঠানো হয়।

জানা গেছে, মরিশাস প্রবাসী শিশির ঢালী দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে সম্প্রতি দেশে আসেন। পরে একই উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের পলাশ বালার মেয়ে তন্নী বালা পাখির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ও পড়াশুনার খরচসহ সবধরনের সহযোগিতা করতেন ওই প্রবাসী তরুণ।

সম্প্রতি মরিশাস প্রবাসী শিশির ঢালীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তন্নী বালা। এ ঘটনায় বিষ হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশনে বসেন ওই প্রবাসী তরুণ।

প্রবাসী তরুণের সাথে বিয়ে দেওয়ার দাবি জানান তার বড় ভাই।

তবে মরিশাস প্রবাসী তরুণের সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করেন তন্নী বালা। প্রেমিকের সাথে বিয়ে দিলে আত্মহত্যার হুমকি দেন এই তরুণী।

এভাবে বিবাহ কখনও মেনে নিবো না বলে জানান প্রেমিকার মা ও বাবা।

স্থানীয়রা জানান, আশ্চর্যের বিষয় বিয়ের দাবিতে মেয়ের বাড়িতে উঠেছে ছেলে। তাদেরকে বিয়ে দেওয়ার কথা জানান তারা।

দীর্ঘ ৮ ঘণ্টা অনশনের পরে দুই পরিবার ও স্থানীয়দের মাধ্যমে প্রেমিক প্রবাসী ছেলেকে তার পরিবারের হতে বুঝিয়ে দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি