ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘জুলাই আন্দোলনে সকল শহীদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে’

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ২২:২১, ২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২২:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই আন্দোলন দমনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্তে খুলনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। 

আজ রোববার (০২ ফেব্রুয়ারি) সাত সদস্যের প্রতিনিধি দলটি মহানগরী ও জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিকালে খুলনা সার্কিট হাউজে ছাত্র সমন্বয়ক এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এসময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকারের পলায়ন গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের জন্য অপার সম্ভাবনা সৃষ্টিকারী জুলাই আন্দোলনের সকল শহীদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। গণতন্ত্রকামীদের রক্ত বৃথা যাবে না।

এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক ফতেহ্ মোঃ ইফতেখারুল আলম এবং সহকারী প্রসিকিউটর (ডিএজি) গাজী মোনাওয়ার হুসাইন তামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি