ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রচারপত্র বিলি, ছাত্রলীগ নেতাকে গণধোলাই

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের প্রচারপত্র বিলির অভিযোগে সজিব মণ্ডল নামে এক ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতা-কর্মিরা।

রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার হয়েছেন বালিয়াকান্দি উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সজিব মণ্ডল। 

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক বলেন, রোববার বিকালে  বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজিব মণ্ডল আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করছে। পরে তাকে হাতেনাতে ধরা হয়েছে। 

তিনি আরও বলেন, তাকে ধরার সময় চরথাপ্পড় মেরেছে উত্তেজিতরা। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।  

বালিয়াকান্দি থানার অফিসার (ওসি) জামাল উদ্দীন বলেন, ছাত্রলীগের নেতা সজিবকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়।

এএইচ  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি