ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন, উৎসবের আমেজ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৬ বছর পর আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন। খুলনা বিএনপির নেতারা জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে  ভাষণ দিবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহানগর বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন জানান, ২০২১ সালের ৯ ডিসেম্বর আহ্বায়ক কমিটি গঠনের পর খুলনা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামী ২৪ ফেব্রুয়ারি সার্কিট হাউস ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি (ভার্চুয়্যাল) ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

এদিকে দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন করে এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন আজ সোমবার দুপুরে শেষ সময় পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। পুর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আজ রাত সাড়ে ৯টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে যাচাই-বাছাই ও বিকেলে প্রত্যাহার করা যাবে। একই দিন সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 

জানা গেছে, সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম-আহবায়ক তারিকুল ইসলাম জহির, সাহাজী কামাল টিপু। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম-আহবায়ক কাজী মাহমুদ আলী ও যুবদলের কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর। আর সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহকারী ছয়জন হলেন নগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ সাদ, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু ও তারিকুল ইসলাম তারিক।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাড. মাসুদ হোসেন রনি বলেন, মূলত দলের ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নগরীর পাঁচ থানার ৫০৫জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার করা হবে। ইতিমধ্যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সম্মেলন সফলে গঠিত ২১টি উপ-কমিটি কাজ করছে। 

প্রসঙ্গত, বিগত ২০০৯ সালের ২৩ নভেম্বর খুলনা মহানগর বিএনপি’র সর্বশেষ সম্মেলন হয়েছিল।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি