ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাসের চাপায় ২ স্কুলছাত্র নিহত, তিন ঘণ্টা মহাসড়ক বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জ কটিয়াদীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদের বিক্ষোভে প্রায় তিন ঘন্টা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের ফারুক আহমেদের ছেলে আলী আকবর (১৪) এবং একই গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে জুনায়েদ (১২)। নিহত দুজন মধ্যপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম ও ষষ্ট শ্রেণীর ছাত্র ছিলেন। এরা সম্পর্কে আপন চাচাত ভাই।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দুই স্কুলছাত্র আলী আকবর ও জুনায়েদ একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। স্কুলে পৌঁছার একটু আগে মধ্যপাড়া সড়কে ঢাকাগামী উজানভাটি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। 

এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। পরে জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর প্রায় তিন ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি