ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিকনিক বাসে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশত শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৩:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিক বাসে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ঘটনায় অল্পের জন্য অর্ধশত শিক্ষার্থী প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক।

তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজশাহী নগরের বুধপাড়া নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত ট্রাকচালক মো. সুইটের বাড়ি নগরের বারোরাস্তা বাচ্চুর মোড়ে। 

এক শিক্ষার্থীর অভিভাবক আহসান হাবিব জানান, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে ওঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।

নগরের মতিহার থানার ওসি আবদুল মালেক জানান, সকালে রাজশাহী নগরের শিরোইল এলাকার গোল্ডেন টাচ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোরের লালপুরের গ্রীন ভ্যালি পার্কে যাচ্ছিল। পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক একটি বাসকে ধাক্কা দেয়। 

এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় বলে জানান ওসি।

তিনি বলেন, ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এতে আহত হয়ে ট্রাকের ভেতরে চালক আটকে ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। আর শিক্ষার্থীদের অন্য বাসে পিকনিকে পাঠানো হয়েছে।

ওসি বলেন, বাস মালিক ঘটনাস্থলে গিয়ে ট্রাক মালিকের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন। থানায় কোনো অভিযোগ করেননি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি