ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে খুন করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক স্বামীকে।

বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে।

ঘাতক স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে (২৫) ব্রজবালা মুরুটিয়ায় গ্রামের আফছার আলীর ছেলে। এদিকে উল্লাপাড়ার সোনতলা গ্রামের মোতাহার প্রামাণিকের মেয়ে নিহত স্ত্রী রুমা খাতুন (২৩)। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত রুমার দুলাভাই বায়েজিদ হোসেন জানান, সোহাগের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে বিয়ে হয়। বিয়ের দিন থেকেই সোহাগ রুমার উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি সুরাহর জন্য বারবার বলেও কাজ হয়নি। এরপর গত বুধবার রাতে হঠাৎ ঝগড়া হলে ঘরের ভিতরে রুমার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে মেরে ফেলে। 

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, ঘটনা জানার পরপরই অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক ও নিহত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি