সাটুরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, ভাই আহত
প্রকাশিত : ২০:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। এসময় মানিকগঞ্জের সাটুরিয়া থানার তিল্লি ইউনিয়নে বজ্রপাতে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের জমজ ভাই জাকির হোসেন।
শনিবার সন্ধ্যার দিকে তিল্লি গ্রামে এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের জাহিদ হোসেন ও তার ভাই জাকির হোসেন তাদের পৈতৃক জমিতে সরিষা তুলতে যান। এ সময় হঠাৎ ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত শুরু হলে হলে ঘটনাস্থলেই জাহিদ মৃত্যুবরণ করেন। পাশেই থাকা তার ভাই জাকিরের বাম পায়ে বজ্রপাতের আঘাত লাগে।
পরে স্থানীয়রা দ্রুত জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
ইতিমধ্যে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এএইচ
আরও পড়ুন