ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আদালতে মামলার বাদীকে পিটিয়ে আইসিউতে পাঠাল আসামিরা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় আদালতে সুমন মিয়া নামে মামলার বাদীকে পিটিয়ে আহত  করেছে আসামীরা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন মতিন মিয়া ও সাদ্দাম হোসেন।

আহত সুমনের বড় বোন জানান, গেলে ১৫ ফেব্রুয়ারি মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আজ সকালে আসামিরা জামিন চাইতে এলে মামলার বাদী সুমনকে সামনে পেয়ে বেধড়ক পেটান তারা। এ সময় সুমন অচেতন হয়ে পড়ে। 

পরে স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

দায়িত্বরত চিকিৎসক জানান, সুমনের অবস্থা আশংকাজনক। তাকে আইসিউতে নেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি