ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের চাচা নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান-বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে সংঘর্ষে বরের চাচা কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। 

শনিবার রাত ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত কামাল ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং বর সুমন বেপারীর চাচা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজানো হচ্ছিল। এসময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়ে বাড়িতে উচ্চ স্বরে গান বাজনা করতে নিষেধ করেন। 

এনিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হন। 

এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি।

বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

অপরদিকে, শুক্রবার বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহ্ এর বাড়িতে হামলা করে বাসরঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মিন্টু আলী শাহর ছেলে ছেলে আরাফাত শাহ্ (২১) এর সাথে পাশ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়ের সাথে বিয়ে হয়। 

এই বিয়েকে কেন্দ্র কদিন ধরে উচ্চ শব্দে গান বাজানো হয়। পাশের বাড়ির অসুস্থ বৃদ্ধ ও বৃদ্ধা উচ্চ শব্দের কারণে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছিলেন। 

মিন্টু আলীর নিকটাত্মীয় প্রতিবেশী আব্দুল আওয়াল শাহ্ ও তার ছেলেসহ কয়েকজন বিষয়টি বিয়ে বাড়িতে গিয়ে জানিয়ে আয়োজকদের বার বার উচ্চ শব্দে গান না বাজানোর অনুরোধ করেন। এনিয়ে বিয়ে বাড়ির লোকদের সাথে প্রতিবেশীদের বাকবিতণ্ডা হয়। 

পরে বিয়ে বাড়ির লোকজন প্রতিবেশীদের বিরুদ্ধে বাড়িতে হামলাসহ বাসর ঘর ভাংচুরের অভিযোগ তুলেছেন।  

তবে অভিযুক্তরা জানান, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তারা প্রতিকার চেয়ে শনিবার রাতে বাগাতিপাড়া মডেল থানায় আবেদন জানিয়েছেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, এঘটনায় একটি পক্ষ শনিবার রাতে থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি