ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪০, ২০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে নয়নকে (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম সদর থানা হেফাজতে নেয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় হতে টেন্ডারবাজিসহ একাধিক মামলার আসামি সাদ্দামকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোজাফফর হোসেন বলেন, কুড়িগ্রাম থানার মামলা নং-১৩, জিআর নং-৩১৯/২০২৪(কুড়িঃ), তারিখ-১০-১০-২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৭/ ১৪৮/৩০৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/৩২৬ /৩০২/৩৭৯/ ৪৩৬/৪২৭/৫০৬/১৪৪ পেনাল কোডসহ একাধিক মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি কুড়িগ্রাম। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি