ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উদযাপন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৭, ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি কেক কেটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব বেনাপোলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুরুতে আনন্দ র‌্যালিতে অংশ নেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান, ২০২৪ এ জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহর পিতা মো. আব্দুল জব্বার, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া, শার্শা উপজেলা আইটিসি কর্মকর্তা শুভেন্দ্র হালদারসহ বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

র‌্যালিটি প্রেসক্লাব কার্যালয় থেকে শুরু করে বেনাপোলের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি মো. জামাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতির স্বাগতিক বক্তব্য ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. কাজি রাজিব হাসান একুশে টিভির আদ্যপান্ত তুলে ধরেন। তিনি বলেন, একুশে টেলিভিশন একটি বাংলা ভাষার বাংলাদেশী বেসরকারি স্যাটেলাইট এবং কেবল টেলিভিশন চ্যানেল। সংবাদ ও সাম্প্রতিক ঘটনা সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল। দেশে সংবাদ ও অনুষ্ঠানে নতুনত্ব নিয়ে আসা সাড়া জাগানো একুশে টেলিভিশন এখনও সবার প্রিয় টিভি চ্যানেল। 

কাজি রাজিব হাসান বলেন, তাদের বৈচিএ্যপূর্ণ অনুষ্ঠানমালা দেশের মানুষকে বিনোদনে অনন্য মাত্রা যোগ করেছে। আগামীতেও তারা অতীতের ঐতিহ্য ধরে রেখে দেশের অগ্রযাত্রা, সমস্যা, সম্ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে এটাই ২৫ বছরের পদার্পণ উৎসবে আমাদের প্রত্যাশা। 

পহেলা বৈশাখের এই শুভদিনে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য একুশে টিভিকে ধন্যবাদ জানান তিনি।

আলোচনা শেষে কেক কেটে রজত জয়ন্তী’র শুভ সূচনা ঘটান প্রধান অতিথি। এরপর একে একে অতিথিদের মুখে কেক তুলে দেন একুশে টিভির বেনাপোল প্রতিনিধি মো. জামাল হোসেন। 

একুশে টেলিভিশনের লোগো সম্বলিত ক্যাপ, মগ উপহার প্রদান করা হয় অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দকে। 

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বেনাপোল-শার্মার বিভিন্ন জাতীয় পত্রিকা, প্রিন্ট মিডিয়া ও অনলাইনের গণমাধ্যমকর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি