ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে বাস চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:২১, ৬ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

হঠাৎ তেলের দাম বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস ছাড়ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (৬ আগস্ট) সকালে বাসস্ট্যান্ডে এসে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা। 

যাত্রীরা জানান, তেলের দাম বাড়ার কারণে বাস ছাড়ছে না। দু-একটি ছেড়ে গেলেও ভাড়া বেশি চাচ্ছে।

এদিকে বাস চালকরা জানান, তেলের দাম বাড়ার কারণে বেশিরভাগ বাস চলাচল বন্ধ রয়েছে। তবে যাদের আগের কেনা তেল আছে, তারা চালাচ্ছেন। এ জন্য টাঙ্গাইল থেকে বাস চলাচল কম করছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি