ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ৬ আগস্ট ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। 

শনিবার (৬ আগস্ট) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শুরুতে উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১’র লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি