বরিশালে যানবাহন চলাচল স্বাভাবিক
প্রকাশিত : ১৫:০৬, ৬ আগস্ট ২০২২
পেট্রোল, ডিজেল ও অকটেনসহ জ্বালানি তেলের দাম বাড়লেও বরিশালের সড়ক ও নৌপথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পেট্রোল পাম্পগুলোতে কোন ভীড় নেই। বাড়তি দাম দিয়ে স্বাভাবিক গতিতে পাম্প থেকে তেল নিচ্ছে যানবাহনগুলো।
বর্তমানে বরিশালে ডিজেল প্রতি লিটার ১১৩ টাকা, পেট্রোল ১৩০ টাকা আর অকটেন ১৩৫ টাকা বিক্রি হচ্ছে।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে বরিশাল বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, বরিশালে বাস চলাচল স্বাভাবাবিক রয়েছে। এ বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা।
এএইচ
আরও পড়ুন