ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভাড়া বৃদ্ধি: খুলনায় ২৪ ঘণ্টা ট্যাংক-লরি বন্ধ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ৭ আগস্ট ২০২২ | আপডেট: ১১:০১, ৭ আগস্ট ২০২২

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতি। রোববার (৭ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। 

এর ফলে দক্ষিণাঞ্চলের এই বিভাগটির প্রায় ১৪ জেলায় আজ জ্বালানি তেল পরিবহন হচ্ছে না বলে জানা গেছে। 

এর আগে শনিবার (৬ আগস্ট) রাতে ট্যাংক-লরি মালিক সমিতি ও জ্বালানি তেল পরিবেশক সমিতির এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে জ্বালানি তেল উত্তোলনও বন্ধের ঘোষণা দেয়া হয়।
 
বিষয়টি নিশ্চিত করে জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে আমাদের ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলবে। এ সময় জ্বালানি তেল উত্তোলন, পরিবহন বন্ধ থাকবে।

সেইসঙ্গে খুলনার বিভিন্ন ডিপো থেকে দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধেরও ঘোষণা দেয়া হয় বলে জানান তিনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি