ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেনী সদরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৩:৫৫, ৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ফেনীতে র‌্যাবের সথে বন্দুকযুদ্ধে ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি নিহত হয়েছে।
ভোরে ফেনী সদরের বিরিঞ্চি হাঙ্কার এলাকার অভিযান চালায় র‌্যাব। এসময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় একজন। পরে র‌্যাব জানায়, নিহত যুবকের নাম সোহেল ওরফে রুটি সোহেল। পেশাদার সন্ত্রাসী। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার অন্যতম আসামি সে। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে, রংপুরে মিঠাপুকুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইদ্রিস আলী নামে এক যুবক নিহত হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি