ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১২:২৭, ১৪ জুলাই ২০১৭

লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম (৭৫) মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টায় নোয়াখালী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

তার পরিবার গণমাধ্যমে জানায়, শামছুল ইসলাম বেশ কিছুদিন ধরে জ্বর ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার ভোরে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহ্জাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

শামছুল ইসলাম ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি সারাদেশে প্রথমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি জেলা পরিষদ প্রশাসক ও সচিব ছিলেন।

//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি