সীতাকুণ্ডে গলিত লোহা পড়ে ৯ শ্রমিক দগ্ধ
প্রকাশিত : ২০:২৮, ১৬ জুলাই ২০১৭
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি রি রোলিং মিলে গলিত লোহা উপচে পড়ে ৯ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকালে বানু বাজার এলাকার সীমা অটো রি রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত নয়জনকে নগরীর এ কে খান মোড়ের বেসরকারি আল আমীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নিজাম উদ্দিন (৩২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সীতাকুণ্ড থানার এসআই মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, “সকালে কারখানাটিতে লোহার চুল্লিতে গলানোর সময় ফ্ল্যাশ (উদগীরণ) হয়। এসময় উপচে পড়া গলিত লোহায় নয় শ্রমিক দগ্ধ হন।”
কারখানার পরিচালক নাজিম উদ্দিন বলেন, “গলিত লোহা উপচে পড়ে কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। তাদের মিল কর্তৃপক্ষের উদ্যোগে আল আমীন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা হতে পারে বলে ধারণা নাজিমের। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে এসআই সাইফুল্লাহ জানান।
আহত অন্যরা হলেন- মো. হাসান (৩৮), মো. নাসির উদ্দিন (৪০), সেকান্দর আলী, (৪৮), সঞ্জয় দাশ (২৯), ওমর ফারুক (৩৫), মো. মোস্তফা (২৭), মো. রাজু (৩০) ও শফিকুল ইসলাম (৩৩)।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন