ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে গৃহকর্মীর মৃত্যু : গৃহকর্ত্রী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১৭ জুলাই ২০১৭

চট্টগ্রাম নগরীতে লিমা আক্তার এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।

আটক শাহেদা আক্তার (৩২) বায়েজিদ বোস্তামী থানার ডিওএইচএস এলাকার মো. বখতেয়ারের স্ত্রী।

বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সূত্র জানায়, কক্সবাজারের চকরিয়া এলাকার লিমা আক্তার (১২) দুই বছর ধরে প্রবাসী বখতেয়ারের বাসায় কাজ করে। সোমবার সকালে লিমা ছাদ থেকে পড়ে যায় দাবি করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান গৃহকর্ত্রী শাহেদা। তবে বিষয়টি রহস্যজনক বলে জানায় পুলিশ।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি