ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে র‌্যাবে সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ১৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:২৩, ১৯ জুলাই ২০১৭

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালাম ওরফে ল্যাংড়া কালাম নামের এক সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নগরের টাইগার পাস পোলোগ্রাউন্ড মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. মিমতানুরের ভাষ্য, রাতে র‌্যাবের একটি দল পোলোগ্রাউন্ড এলাকায় গেলে কালামের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে কালাম গুলিব্ধি হয়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ অবস্থায় কালামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অটোমেটিক রাইফেল ও ১৫ রাউন্ড গুলি এবং ৭ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, কালাম ফেনীর সোনাগাজীর জলদস্যু কালাম বাহিনীর প্রধান। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বলে জানিয়েছে র‌্যাব।তাঁর বিরুদ্ধে কোথায় কতটি মামলা আছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি