ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ২১ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:২৩, ২১ জুলাই ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ভারী বর্ষণের মধ্যে ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর গ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে। একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত দু’জন শিশুও রয়েছে।

ইউএনও নাজমুল আরও বলেন, ওই গ্রামের টিলা ও পাহাড়ে ছিন্নমূল লোকজন ঘর বানিয়ে বসবাস করে। সেখানে বিভিন্ন এলাকাগুলোকে সমাজ হিসেবে ভাগ করা হয়েছে। তিন নম্বর সমাজের একটি পরিবারে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

//এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি