ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাস-মাইক্রো সংঘর্ষ

ফরিদপুরে বাবা-মেয়েসহ নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:০০, ২৯ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস মাইক্রোবাসের সংঘর্ষে বাবা-মেয়েসহ ছয়জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরাণপুরের খাইরুন বিবি (৩৫), তাঁর বাবা করিম গাজী (৫৪), একই পরিবারের নাজমুল গাজী (৪০), নাজমুলের স্ত্রী আসিফা বেগম, মাইক্রোবাসের চালক আনিসুর রহমান (২৫) ও তাঁর ভাগনে জাহিদ হাসান (১৮)।

মধুখালী থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার হাটিঘাটা এলাকায় যশোরে থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের থাকা আট যাত্রীর মধ্যে তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

//আর//এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি