ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

৬৯ দিন পর রাঙামাটির পথে সরাসরি বাস চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ২১ আগস্ট ২০১৭

পাহাড় ধসের  ৬৯ দিন পর চট্টগ্রাম থেকে রাঙামাটির পথে পুরোদমে বাস চলাচল শুরু হয়েছে আবার।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন গণমাধ্যমকে জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্প্যছড়ি এলাকার ধসে পড়া সড়কের পাশে নবনির্মিত বেইলি সেতুটি সোমবার সকালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ থেকে বেইলি ব্রিজের উপর দিয়ে বাস ও ট্রাক চলাচল শুরু করেছে। ফলে রাঙামাটির সঙ্গে আবারও সরাসরি বাস যোগযোগ চালু হল।

তবে আপাতত ভারী গাছবাহী ট্রাক ওই সেতুতে চলতে দেওয়া হবে না জানিয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, ঈদের আগে অন্যান্য প্রস্তুতি শেষ করে তারপর আমরা গাছবাহী ভারি ট্রাক পারাপারের অনুমতি দেব।

গত জুনের মাঝামাঝি সময়ে প্রবল ভারী  বর্ষণে পাহাড় ধসে দেশের দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ভয়াবহ বিপর্যয় নেমে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পার্বত্য  রাঙামাটি জেলা ।  

সেখানে ১২০ জনের মৃত্যুর পাশাপাশি অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়; অন্তত ৫৪টি স্থানে পাহাড় ধসে ১৩ জুন চট্টগ্রামের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

/ কে আই//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি