ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শনিবার গাইবান্ধা ও বগুড়া যাবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ২২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৩:০৩, ২৩ আগস্ট ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার গাইবান্ধা ও বগুড়া সফর করবেন। এ সময় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি ।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মজিবুর রহমান মজনু জানান, প্রধানমন্ত্রীর বগুড়া সফর উপলক্ষে মঙ্গলবার সারিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মণ্ডল প্রমুখ।  

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি