ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ২৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজার সদরের ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা টেবলেটসহ তিন যুবককে গ্রেফতার কেরা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালায় র‌্যাব-৭।


গ্রেফতার ব্যাক্তিরা হলেন- জেলা সদরের পোকখালীর রমজান আলীর ছেলে মো. ইশরাফ (২৪), একই এলাকার শফি আলমের ছেলে রেজাউল করিম (২৪) ও নাপিতখালীর মনজুর আলমের ছেলে মো. শাহাবুদ্দিন (২৬)। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।


র্যা ব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, ইয়াবা লেনদেনের খবর পেয়ে র্যা বের একটি দল ইসলামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে উদ্ধারকৃত ইয়াবাসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি