কক্সবাজারে ৬৭ রোহিঙ্গা আটক
প্রকাশিত : ২৩:৫৯, ২৬ আগস্ট ২০১৭
ছবি: ফাইল ফটো
সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৬৭ রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজার পুলিশ। আটকৃতদের অধিকাংশই নারী ও শিশু।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কিসলু জানান, শনিবার রাত ৮ টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদীরা ৩০টি পুলিশ তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে ১২ সদস্যকে হত্যার পর উদ্বেগ ও শঙ্কার মধ্যে পালিয়ে বাংলাদেশে আসার চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা।
ওই হামলার সময় ৭৭ বিচ্ছিন্নতাবাদীও নিহত হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বাংলাদেশে ঢোকার অপেক্ষায় পালিয়ে আসা কয়েক হাজার রোহিঙ্গা এখন কক্সবাজারের উখিয়ায় নাফ নদীর তীরে অবস্থান করছে।
পরিদর্শক কায়কিসলু বলেন, “উখিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ৬৭ রোহিঙ্গাকে কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পে প্রবেশের সময় রাস্তা থেকে আটক করা হয়। আটকদের অধিকাংশই নারী ও শিশু। আটকৃতদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অফিসে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন