ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় স্ত্রী হত্যা, স্বামী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৪১, ২৮ আগস্ট ২০১৭

নেত্রকোনায় স্ত্রী খুনের ঘটনায় সাইফুল ইসলাম (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৮টার দিকে পারিবারিক কলহের জেরে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলার ইউনিয়নের ফরিদপুর নয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে রুমা আক্তারকে (২৩) কুপিয়ে হত্যা করে তার মাদকাসক্ত স্বামী।

ঘাতক সাইফুল একই এলাকার ধিতপুর গ্রামের হেকমত আলীর ছেলে। সে আট বছর আগে রুমা আক্তারকে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করছিল।

নেত্রকোনা মডেল থানার এসআই আল আমিন গণমাধ্যমকে জানান, রোববার রাতে অভিযান চালিয়ে নিহতের স্বামী সাইফুলকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি