ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় শিশুপুত্রসহ বাবার আত্মহননের চেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ৩১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:০৩, ৪ সেপ্টেম্বর ২০১৭

পারিবারিক কলহের জের ধরে শিশুপুত্রসহ মাহবুব নামে এক ব্যক্তি গায়ে পেট্রল ঢেলে আত্মহননের চেষ্টা করেছেনবুধবার রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রাতে ৫ বছরের ছেলে আবির ও নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন মাহবুব (২৭)।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুর সঙ্গে তার স্ত্রীর কারণে শিশুসন্তান আবিরকে রেখে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এতে মাহবুবের সঙ্গে তার বাবার মতবিরোধ দেখা দেয়। এ ঘটনায় মাহবুব তার ছেলে আবিরকে নিয়ে আত্মহননের চেষ্টা করেন।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি