ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে বাস উল্টে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১০:১৩, ৪ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারের রামু উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন ।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু পুরাতন বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রামু পুরাতন বাইপাসে আসমা পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ডিভাইডারে ধাক্কা খায় এবং পরে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আটজনকে উদ্ধার করে রামু ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি