ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বন্যার্তদের মাঝে আইসিএমএবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ২২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭

দেশের উত্তরাঞ্চলের বানভাসী মানুষের মাঝে খাবার, ওষুধ ও বস্ত্র বিতরণ করেছে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) শিক্ষার্থীরা। ১৮ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার, রৌমারী উপজেলার কাশিয়ারচরে প্রায় ছয় শতাধিক বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।


ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী, শিক্ষক ও সদস্যদের সহযোগিতায় ত্রাণ বিতরণ কাজে অংশ নেন আইসিএমএবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী মাহেদি আলম, মারফি প্রমুখ।


এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন একুশে টেলিভিশন (ইটিভি) অনলাইনকে বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আইসিএমএবির শিক্ষার্থীরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অংশ নিয়ে থাকেন। বিশেষ করে রক্তদান কর্মসূচী, শীত বস্ত্র বিতরণ, অসুস্থ রোগীর জন্য তহবিল সংগ্রহ, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কাজটি নিয়মিত করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।’


এর আগে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সহপাঠী, শিক্ষক ও ইনস্টিটিউটের সদস্যদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি