ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

ইলিশ ধরায় পাবনায় ১৮ জেলেকে দণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:৩৭, ৫ অক্টোবর ২০১৭

প্রজনন মৌসুমে ইলিশ ধরার অপরাধে পাবনায় ১৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভোরে সুজানগর উপজেলার পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।  

পাবনার সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, সুজানগর পুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮/১০ মন মা ইলিশ, তিনটি নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিতদের কারাগারে নেয়া হয় ও জব্দকৃত মাছগুলো মানিকদিয়ার একটি এতিম খানায় বিতরণ করা হয়। প্রজনন মৌসুমে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় এ সময় নদীতে মাছ ধরা, বেচাকেনা, পরিবহণ, মজুত ও বিনিময়ে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি