ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৪২, ৬ অক্টোবর ২০১৭

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু`পক্ষের সংঘর্ষে শহীদুল ইসলাম হক (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের জন আহত হয়েছেন

আজ শুক্রবার সকাল ৮টায় মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ওই গ্রামে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় সর্দার গ্রুপের নেতৃত্ব দেন ছাতিয়ান ইউনিয়ন চেয়ারম্যান জসীম উদ্দিন মন্ডল আর মন্ডল গ্রুপের নেতৃত্বে দেন ইউনিয়ন আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছেল আলী মন্ডল।

পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার সকালে ধলশা বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহীদুল ইসলাম হক নামে সর্দার গ্রুপের এক সমর্থক নিহত হয়।

সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন রবজেল, রাজাখান, ইবাদদ মণ্ডল, সুজন, রুবেল, সোহাগ ও ফুয়াদ। আহতদের মিরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি