ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৭ অক্টোবর ২০১৭

কক্সবাজার সদর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ সেলিম (২২) নামে এ যুবক নিহত হয়েছে। নিহত যুবক শিশুধর্ষণ মামলার আসামি ছিলেন। মঙ্গলবার ভোরে জেলার খুরুশকুল এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে

নিহত সেলিম কক্সবাজার শহরের নতুন ফিশারিপাড়ার (মগচিতাপাড়া) মোহাম্মদ ইউনুসের ছেলে।

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন গণমাধ্যমে বলেন, সেলিম ও তার সহযোগীরা খুরুশকুল এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাবের দিকে অতর্কিতে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

তিনি বলেন, অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমকে পাওয়া যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গত ২৩ আগস্ট ফিশারিপাড়ায় তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় সেলিমকে আসামি করে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

 

আর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি