ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, দুই লাখ ইয়াবা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:১৩, ২১ অক্টোবর ২০১৭

চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক বিক্রেতা মারা গেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। বৃহস্পতিবার রাত ২টার দিকে আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে একটি মাদ্রাসার সামনের রাস্তায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি ব্যাগে দুই লাখ ইয়াবা, দুটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-৭ এ দায়িত্বরত এএসপি মিমতানুর রহমান।

মিমতানুর রহমান বলেন, “মাদক বিক্রেতাদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি করে। তখন আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় পর গোলাগুলি থামলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

নিহতের মানিব্যাগে থাকা পরিচয়পত্র থেকে র‌্যাব জানতে পারে, তার নাম মোহাম্মদ হোসেন (৪২)। বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে গিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র এবং পড়ে থাকা একটি ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায় বলে এএসপি মিমতানুর রহমান জানান।

এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি