ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২১ অক্টোবর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় ৪ পুলিশ সদস্যও আহত হয়েছেন।

পুলিশের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

এ ব্যাপারে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে তাদের কাছে খবর আসে বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের একটি নির্জন রাস্তার মোড়ে মুখোশ পরা অবস্থায় একদল ডাকাত বাড়িঘরে ডাকাতির উদ্দেশে অবস্থান নিয়েছে। এমন খবর পাওয়ার পর পুলিশের দুটি টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কয়েক মিনিটের এই বন্দুকযুদ্ধ চলাকালে ডাকাতদের হামলায় পুলিশের চার সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি রামদা, দুটি মুখোশ, একটি ছুরি এবং মুখোশ পরা অবস্থায় অজ্ঞাত পরিচয়ধারী এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

গোলাগুলিতে আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দিন ও ফারুক এবং কনস্টেবল নুরুল ইসলাম ও হোসেন খান।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি