ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে দেয়াল চাপা পড়ে ৩ বোন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২৩ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বাজারের শান্তিনিবাস এলাকায় দেয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে - সাইফুল ইসলামের মেয়ে লামিয়া (১২), লাবণী (৮) ও লিমা (৩)। এ দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাগলা বাজারের শান্তিনিবাস এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি কামাল এলাকাবাসীর বরাত দিয়ে গণমাধ্যমকে বলেন, ‘ওই এলাকার চান মিয়ার বাড়ির পুরনো সীমানা প্রাচীর ভাঙার কাজ চলছিল। এ সময় সেখানে খেলাধুলা করছিল ৩ বোনসহ কয়েকজন শিশু। হঠাৎ দেয়াল ধসে পড়লে ৩ বোন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়েছে আরও ২ জন। তবে তাদের নাম এখনও পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। তবে দেয়ালের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।’

 

এসএ/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি