ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীসহ দু’জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ২৬ অক্টোবর ২০১৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায়  ক্যান্সার আক্রান্ত  রোগীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকার ক্যান্সার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।  অ্যাম্বুলেন্সটি কুমিরা ছোট দরগাহাট এলাকায় অন্য আরেকটি ভারী যানের সঙ্গে ধাক্কা লাগে। ফলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকার  আক্কাস মিয়া (৫০) ও পুটয়াখালী সদর থানার ইটবাড়িয়া গ্রামের গাড়ি চালক সানাউল হক।

হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

/ এম / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি