ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৪:৪৩, ২৭ অক্টোবর ২০১৭

কক্সবাজারের রামু উপজেলায় কক্সবাজার-টেকনাফ সড়কে ট্রাকের ধাক্কায় দুই বাসযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুনিয়াপালং এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা দুইজনই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের পরিচয় জানাতে পারেনি।

রামুর তুলাতলি হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুনিয়াপালং কক্সবাজার-টেকনাফ সড়কে একটি ট্রাক পেছন থেকে টেকনাফমুখী একটি বাসকে ধাক্কা দিলে দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় আরও চারজন আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

 

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি