ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার সকাল থেকেই মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে থেমে থেমে যান চলাচল করলেও টাঙ্গাইল থেকে ঢাকায় আসার দিকে গাড়ি থেমে আছে। এ মহাসড়কে চন্দ্রা থেকে মির্জাপুরের দেওহাটা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।

ট্রাফিক পুলিশের টিআই মো. সেলিম হোসেন জানান, একদিকে মহাসড়কে চার লেনের কাজ চলছে অপরদিকে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পেয়েছে। আবার সকাল ৭টার দিকে মহাসড়কের কালিয়াকৈর উপজেলার ভোটঘর এলাকায় রাস্তা দেবে যাওয়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়। সংস্কার কাজ শেষে দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

তিনি বলেন, ১০টার দিকে আবারও একই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে যানজট মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুরের দেওহাটা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার স্থায়ী হয়। টাঙ্গাইলের দিকে থেমে থেমে যান চলাচল করলেও ঢাকার দিকে বন্ধ থাকে। চেষ্টা চলছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি