ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ায় চলছে লাগাতার পরিবহন ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ১ নভেম্বর ২০১৭

কুষ্টিয়া পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের  ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মত চলছে। শ্রমিকদের পুলিশি হয়রানির প্রতিবাদ ও গ্রেফতার ব্যাক্তিদের মুক্তির দাবিতে এ ধর্মঘট পালন করা হচ্ছে।

স্থানীয় মালিক ও পরিহন শ্রমিক সংগঠনগুলোর ডাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে কুষ্টিয়া জেলার সকল রুটে এই ধর্মঘট শুরু হয়েছে।

এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। স্থানীয় রুট ছাড়াও দুর পাল্লার কোন রুটেও বাস ছেড়ে যাচ্ছে না।

কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম জানান, পুলিশি হয়রানি বন্ধসহ আটক শ্রমিকদের মুক্তির দাবিতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।

কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম জানান, অন্যায়ভাবে আমাদের এক শ্রমিককে র্যা ব আটক করেছে। মাঝে মধ্যেই প্রশাসনের কাছে আমাদের পরিবহন শ্রমিকরা হয়রানির স্বীকার হন।শ্রমিকদের পুলিশি হয়রানির প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে আমারা এ ধর্মঘট পালন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট চলবে।

/ এম / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি