ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নেতা রঞ্জু গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ২১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হক রঞ্জুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধির নবদ্বীপুর মহল্লার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

মিলন হক রঞ্জু ধানবান্ধি মহল্লার মঞ্জরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মিলনের বিরুদ্ধে নাশকতা-ভাঙচুর, সরকারি কাজে বাঁধাদানসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ছাত্রদল নেতা মিলন হক রঞ্জুকে গ্রেফতারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি